নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। শুক্রবার রাঁচিতে T20 সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
নাগপুরে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই দলের কিছু সিনিয়র ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বোর্ড। এদিকে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গাইকোয়াড়। টিমে আছেন রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন করছেন দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ। হার্দিকের টিমে বোলিং বিভাগে থাকছেন আর্শদীপ সিং, উমরান মালিক ও শিবম মাভি।
ওয়ানডে সিরিজ ভাল শুরু করলেও শেষটা ভাল হয়নি। কিউয়ি অধিনায়ক মিচেল সান্টনার টি২০ সিরিজে জিতেই ফিরতে চাইছেন। ভারতের মাটিতেই এবার ওয়ানডে বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের সময় আবহাওয়া ও উইকেটের অভিজ্ঞতাও কাজে লাগবে বলে মনে করছে কিউয়ি দল।