দক্ষিণ আফ্রিকায় মেয়েদের T20 বিশ্বকাপের (Women T20 World Cup) আসর বসেছে। রবিবার প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া (Team India)। তার আগেই খারাপ খবর। আঙুলে চোট পেয়ে টিম থেকে বাদ পড়েছেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
খাতায় কলমে অনেকটাই এগিয়ে ভারত। কিন্তু গত বছর এশিয়া কাপে ভারতকে হারিয়ে মেয়েদের পাকিস্তান টিম। তাই প্রতিপক্ষকে খুব সহজভাবে নিচ্ছেন না হরমনপ্রীত কৌররা। সোমবার মেয়েদের আইপিএলের নিলাম। তার আগে এই ম্যাচ। তাই ভাল পারফরম্যান্সের দিকে নজর শেফালি ভার্মা, দীপ্তি শর্মাদের। ভাল দলে ডাক আসতে পারে।
আরও পড়ুন: আল-হিলালকে গোল সুনামিতে ভাসিয়ে রেকর্ডবার ক্লাব বিশ্বকাপ জিতল রিয়াল মাদ্রিদ
রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-পাকিস্তান T20 ম্যাচ। গ্রুপ বি-তে ভারত ও পাকিস্তান ছাড়াও আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। স্টার স্পোর্টসে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। হটস্টারেও দেখা যাবে এই ম্যাচ।