অপেক্ষার অবসান। রবিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সেঞ্চুরিয়নে (Centurion) বক্সিং ডে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট সিরিজে (Test Series) জয় পায়নি ভারত। এবার তাই সিরিজ জয়ের সুযোগ অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সামনে।
টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে নজরে থাকবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গত কয়েকটি সিরিজে ভালো ফর্ম যাচ্ছে না দুই ব্যাটসম্যানের। সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে রাহানেকে। তাঁর ব্যাট থেকে বড় রান আসতে পারে। ২০১৯ সালে শেষবার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ানডে ও টি২০ ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষায় বিরাটও।
সেঞ্চুরিয়নের ঘাসের উইকেটে বোলাররা সুযোগ পেলেও বিপদে পড়তে পারেন ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকা টিম থেকে বাদ পড়েছেন এনরিচ নোকিয়া। তবে টিমে প্রধান বোলার কাগিসো রাবাদা (Kagiso Rabada)। আছেন লুঙ্গি এনগিদি, বেউরান হেনরিকস। ভারতীয় ব্যাটসম্যানদের এক ইঞ্চি জায়গা ছাড়বেন না কেউ।
আরও পড়ুন: কোহলি অনবদ্য, ভারতীয় দলের প্রশংসা করেও দক্ষিণ আফ্রিকা সম্পর্কে সতর্ক করলেন শাস্ত্রী
তবে ভারতের বোলিং আক্রমণও দক্ষিণ আফ্রিকার কাছে ভয়ঙ্কর হয়ে উঠে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে টিমে আছেন মহম্মদ শামি (Mohammad Shami), জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah0, ইশান্ত শর্মা (Ishant Sharma), মহম্মদ সিরাজ (Mohammad Siraz) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্যাটিং বিপর্যয় না হলে দক্ষিণ আফ্রিকা সফরে খাতায়কলমে এগিয়ে টিম ইন্ডিয়াই।