বুধবারই ত্রিনিদাদে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়ার (Team India) বাকি ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম T20 সিরিজ। ম্যাচের আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। বোর্ড সূত্রে খবর, এখনও সম্পূর্ণ ফিট নন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।
সামনেই T20 বিশ্বকাপ (T20 World Cup)। তাই এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। টিমে অধিনায়ক রোহিত শর্মা। আছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থরা। ওয়ান ডে সিরিজে হাঁটুতে চোট পেয়ে বাদ পড়েন জাদেজা। সূত্রের খবর, সেই চোট এখনও সারেনি। জাদেজার পরিবর্তে ওয়ান ডে সিরিজে টিমে সুযোগ পান অক্ষর প্যাটেল। এবার জাদেজা না খেললে, T20 সিরিজেও খেলানো হতে পারে তাঁকে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়ার, ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন শিখর ধাওয়ান
এদিকে ওয়ান ডে সিরিজে জিতে আইসিসি ওয়ান ডে তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে ভারত। শেষ নটি ওয়ান ডে ম্যাচের মধ্যে আটটি ম্যাচেই জিতেছে ভারত। বিদেশের মাটিতে সিরিজ জয়ের পর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, "তরুণ টিম এই পেশাদারিত্ব দেখিয়েছে। এটাই সবথেকে ভাল ব্যাপার।"