আগামী কয়েক বছরের ক্রিকেট সিরিজের সূচি বা ফিউচার টুর প্ল্যানার (FTP) ঘোষণা করল ICC। ২০২৩-২০২৭ সালের মধ্যে ২০টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)।
আইসিসি ফিউচার টুর প্ল্যানে জানানো হয়েছে, চলতি বছরই বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। এই বর্ডার-গাভাসকর ট্রফির দিকে তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা। এরপর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। দুই টিমের সঙ্গেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু জিম্বাবোয়ে সিরিজ, হারারেতে রাহুলের নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া
২০২৪ সালে ভারতে খেলতে আসবে ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সফরও করবে টিম ইন্ডিয়া। এরপর ২০২৫ সালে ইংল্যান্ড খেলতে যাবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে ইংল্যান্ডে। এরপর ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ২০২৬ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এই বছরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশ মোট ৭৭৭টি ম্যাচ খেলবে। তার মধ্যে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ান ডে ও ৩২৩টি টি২০ ম্যাচ হবে। আগের ফিউচার প্ল্যানে ৬৯৪টি ম্যাচ ছিল। এবার তার থেকেও বেশি ম্যাচ খেলতে হবে আন্তর্জাতিক ক্রিকেটারদের।