এএফসি কাপের কোয়ালিফায়ার্সে গ্রুপ ডি পর্বে শনিবার আফগানিস্থানের বিরুদ্ধে নামছে ভারত। গত ম্যাচে জোড়া গোল করেছেন সুনীল ছেত্রী। আফগানিস্থানের বিরুদ্ধে ফের জয়ের স্বপ্ন সুনীলদের। তবে আত্মবিশ্বাসী থাকলেও শূন্য থেকে শুরু করতে চাইছেন কোচ ইগর স্টিমাচ।
গত ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে নেমেছিল Blue টাইগার্স। ২-০ গোলে জেতেন সুনীলরা। আফগানিস্তান কোচ আনাউশ দাস্তিগির যদিও মাঠে নামার আগেই হুঙ্কার দিয়েছেন। তিনি জানান, গত দুবার ভারতের ভাগ্য ভাল ছিল। তাই তারা হেরে ফেরেনি। এর জবাবও দিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ। তিনি জানান, শনিবারই দেখা যাবে, কোন দল এগিয়ে।
আরও পড়ুন: রঞ্জিতে রেকর্ড রানের সুবাদে সেমিফাইনালের টিকিট পেল বাংলা
কম্বোডিয়া ম্যাচে জিতলেও খুশি নন, কোচ ইগর স্টিম্যাচ। তিনি জানান, সুনীল ছেত্রী ছাড়া কেউ গোল পাচ্ছেন না, সেটা ভাবাচ্ছে কোচকে। আফগানিস্তান টিমকে হালকাভাবে নিতে রাজি নন তিনি। বেশ কয়েকজন ফুটবলার ইউরোপের ক্লাবে খেলেন। তাই ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের অপেক্ষায় আফগানিস্তানও।