বিশ্বকাপ শুরুর আগে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ । আজ তিরঅনন্তপুরমের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডস (IND VS Netherlands) । কিন্তু, চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি । আবহাওয়ার যা আপডেট, তাতে বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যেতে পারে । বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়েরও পূর্বাভাস রয়েছে । যদিও,বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, সেইসময় বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকবে ।
এদিকে, শোনা যাচ্ছে, কোহলি নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাও খেলতে পারেন । কারণ, অনুশীলনে দেখা যায়নি বিরাটকে, শুধু তাই নয়, গুয়াহাটি থেকে জরুরি প্রয়োজনে বাড়ি ফিরতে হয় তাঁকে । তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী, যথাসময়ে দলে যোগ দেবেন কোহলি (Virat Kohli) । খেলবেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ।
আরও পড়ুন, AFC Cup Mohunbagan VS Maziya : কামিন্সের জোড়া গোল, মেজিয়া বাধা টপকে এএফসি কাপে জয় মোহনবাগানের
কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। সেখানেই ২-১ সিরিজে জয় পায় ভারতীয় দল। যা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সেই আত্মবিশ্বাসটা বিশ্বকাপের আগে বজায় রাখতে চাইছেন তাঁরা ।
ভারতের সম্ভাব্য দল
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ