শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। এবার ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে নামবে টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবার ত্রিনিদাদে বৃষ্টিতে অনুশীলনই করতে পারল না টিম ইন্ডিয়া। ইন্ডোরেই অনুশীলন সারলেন শুভমান গিলরা।
এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক বড় তারকাকে। বিশ্রামে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও ঋষভ পন্থ। দীর্ঘদিন পর দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। এই সিরিজে ফের নতুন তারকাদের জন্য বড় সুযোগ। টিমে জায়গা পেয়েছেন শুভমান গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, দীপক হুডা। টিমের সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: আর্থিক সংকট ও রাজনৈতিক ডামাডোল, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা
তিনটি ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল
শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রাসিদ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং