পরপর দুটি ম্যাচে হারার পর গত ম্যাচে ৪৮ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে T20 সিরিজে (T20 Series) লজ্জার হার বাঁচিয়েছে ঋষভ পন্থের দল। শুক্রবার রাজকোটে সিরিজে সমতা ফেরানোর লড়াই। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে দক্ষিণ আফ্রিকা (South Africa)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছেন ওপেনার ইশান কিষাণ। তিন ম্যাচে এখনও পর্যন্ত ১৬৪ রান করেছেন তিনি। চতুর্থ T20 ম্যাচেও বড় রানের অপেক্ষায় তিনি। বোলিং বিভাগে গত ম্যাচে হর্ষল প্যাটেল, যুজভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমারও ভাল ফর্মে ছিলেন। রাজকোটে তাঁদের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে।
আরও পড়ুন: নতুন অধিনায়ক হার্দিক,আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা বোর্ডের
ওদিকে দক্ষিণ আফ্রিকা টিমেভাল ফর্মে আছেন ডেভিড মিলার ও রসি ভ্যানডার ডাসেন। দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ ফর্মে ছিলেন হেনরিক ক্লাসেন। রাজকোটে সিরিজ জয়ের জন্য সর্বাগ্রে ঝাঁপাবে দক্ষিণ আফ্রিকা।