বিশাখাপত্তনামে হারতে হয়েছে ভারতকে। বুধবার অস্ট্রেলিয়ার বিরদ্ধে চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ানডের ভুল-ভ্রান্তি গুছিয়ে সিরিজ জয়ই লক্ষ্য রোহিত শর্মাদের।
বুধবার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও মিশেল মার্শকে সামলানোর জন্য চিপকে অন্য স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। স্টার্কের দুর্ধর্ষ ডেলিভারিতে গত ম্যাচে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স করেছেন কে এল রাহুল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। সূর্যকুমার যাদব ফর্মে ফিরতে পারেন কিনা, সেদিকেও নজর থাকবে।
গত ম্যাচে ওপেনিংয়ে সাফল্য পাননি শুভমান গিল। প্রথম দুই ওয়ানডে ম্যাচে প্রথম বলেই উইকেট খুইয়ে ফিরেছেন সূর্যকুমার যাদবও। এমনিতেই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল রেকর্ড নেই টিম ইন্ডিয়ার। শেষ ৪ ম্যাচে ২টি জয় ও ২টি ম্যাচে হেরেছে ভারত। ঘরের মাঠে ইতিমধ্যেই ৭টি ওয়ানডে সিরিজ জিতে রেকর্ড তৈরি করেছে ভারত। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলে বিশ্বকাপের বিরুদ্ধে তা হবে বড় ধাক্কা।