ধর্মশালায় টেস্টের প্রথম দিনই অনেকটাই এগিয়ে গেল ভারত। ৫৭.৪ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৫ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ৪ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নিল টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে ভারত।
দিনের শুরুটা ভাল করেছিল ইংল্যান্ড। ধর্মশালা টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রান করেন জ্যাক ক্রলি। হাফসেঞ্চুরি করতে পারেননি আর কোনও ব্যাটসম্যান। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে বড় রান করতে পারেননি কোনও ইংল্যান্ড ব্যাটসম্যান। ২১৮ রানে শেষ হয়ে যান বেন স্টোকসরা।
জবাবে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। ৫৭ রান করেন তিনি। ৮৩ বলে ৫২ রান করে অপরাজিত অধিনায়ক রোহিত শর্মা। ২৬ রান করে রোহিত শর্মার সঙ্গে ক্রিজে আছেন শুভমান গিল।