দ্বিতীয় দিনের শেষে ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল ভারত (Team India)। প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে অস্ট্রেলিয়া (Australia)। সেঞ্চুরি করেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় ব্যাটিং। সামান্য লড়াই করেছিলেন জাদেজা (Ravindra Jadeja)। কিন্তু নাথান লিওনের ডেলিভারিতে ৪৮ রানে ফেরেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ৩১৮ রানে পিছিয়ে ভারত।
বৃহস্পতিবার ওভালে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। প্যাট কামিন্স ও বোলান্ডের ডেলিভারি বুঝতেই পারেননি দুই ব্যাটসম্য়ান। টেস্টে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পূজারাও ওভালের পিচে ব্যর্থ। ক্যামেরুন গ্রিনের ডেলিভারিতে বোল্ড হলেন মাত্র ১৪ রানে। বিরাটকেও ১৪ রানে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনের শেষে শ্রীকর ভরতের সঙ্গে ক্রিজে আছেন অজিঙ্কা রাহানে।
আরও পড়ুন: ওভালে টপ অর্ডারে ধস ভারতের, ড্রেসিংরুমে ফিরলেন, বিরাট-রোহিত, লড়াই করেও ব্যর্থ জাদেজা