মঙ্গলের বর্ষাপাড়াতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বর্ষামঙ্গল কাব্য লিখে ফেলতে চান ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। পাঁচ ম্যাচের সিরিজে দুই-শূন্যে এগিয়ে টিম ইন্ডিয়া। তাই গুয়াহাটির এই মাঠ থেকেই সিরিজ সিল করতে চান ভিভিএস লক্ষ্মণের ছেলেরা।
ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে আইপিএল। বরাবার এই দাবি করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবিতে যে ভুল নেই, তার এখন পর্যন্ত প্রমাণ ঘরের মাঠে এই অস্ট্রেলিয়া সিরিজ। যেখানে বিরাট-রোহিতদের বিশ্রাম দিয়ে সূর্য কুমারের উপর আস্থা দেখাতে পারেন নির্বাচকরা।
বিশাখাপত্তনম এবং কেরলে ভারতীয়রা সাদা বলে যে ক্রিকেট খেলেছেন, তা একথায় অনবদ্য। যশস্বী, রিঙ্কুদের ব্যাটিংয়ে মজেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তনরাও। ব্যাটারদের পাশাপাশি অধিনায়ককে উইকেট দিচ্ছেন বোলারাও। তাই, এই দল নিয়ে খুব একটা চাপ নেই নেতা সূর্য কুমারের। শুধু চান বর্ষাপাড়াতেই ভারতীয় ক্রিকেটের বর্ষামঙ্গল কাব্য লিখতে। সিরিজ সিল করতে।