India vs Australia: T20 বিশ্বকাপে নামছে ভারত-অস্ট্রেলিয়া, জিততেই হবে স্মৃতি-হরমনপ্রীতদের

Updated : Oct 13, 2024 19:37
|
Editorji News Desk

রবিবার T20 বিশ্বকাপে অন্যতম বড় ম্যাচ। আরব আমিরশাহির শারজা ক্রিকেট স্টেডিয়ামে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের উপর সেমিফাইনালের ভাগ্য নির্ভর করছে ভারতের। গ্রুপে তিনটি ম্যাচে জিতে শীর্ষে অস্ট্রেলিয়া। তিন ম্য়াচে ভারতের পয়েন্ট চার। দুই দলেরই এটি শেষ ম্যাচ। 

খাতায় কলমে সেমিফাইনালে উঠেই গিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দ্বিতীয় দলের জন্য লড়ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচ বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। অস্ট্রেলিয়াকে কমপক্ষে ৬১ রানে হারাতেই হবে স্মৃতি মান্ধানাদের। যদি এর থেকে কম রানে ম্যাচ জেতে, তা হলে সেমিফাইনালে ওঠা সোজা হবে নিউজিল্যান্ডের। 

T20 বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মানেই রোমহর্ষক ম্যাচ। এই ম্য়াচে বেশ কিছু লড়াইয়ের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরাও। এবার বিশ্বকাপে একেবারেই রান পাননি স্মৃতি মান্ধানা। প্রথম ম্যাচে ১২ ও পরের ম্যাচে মাত্র ৭ রান করেছেন। রবিবার এই ম্যাচে স্মৃতির ব্যাটের দিকে তাকিয়ে দল। তবে মেয়েদের ক্রিকেটের অন্যতম সেরা বোলার অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারের মুখোমুখি হতে হবে। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে এই গার্ডনারের ডেলিভারিতেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছিল স্মৃতিকে। আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতিকে তিনবার আউট করেছেন গার্ডনার। তাই স্মৃতিকে সাবধান থাকতে হবে।

ভারতের আরও এক ফর্মে থাকা ব্যাটার শেফালি ভার্মার জন্য অস্ট্রেলিয়া টিমে আছেন মেগান স্কাট। মেয়েদের বিশ্বকাপে এই বছররই তিন ম্যাচে সাত উইকেট নিয়ে তুখোড় ফর্মে মেগান। সর্বাধিক উইকেট দখলের রেকর্ডও গড়েছেন তিনি। বিশ্বকাপের তিন ম্যাচে ৭৭ রান করেছেন শেফালি। তাই তাঁর দিকে এই ম্যাচে নজর থাকবে।

ভারতীয় বোলারদের মধ্যে ভাল ফর্মে আছেন দীপ্তি শর্মা। অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচে দুটি উইকেট আছে তাঁর। এদিকে অস্ট্রেলিয়া টিমে এলিস পেরিকেও ভুললেও হবে না। তিন ম্যাচে ৬৯ রান করে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন প্রথমেই এলিস পেরির উইকেটের খোঁজে থাকবেন হরমনপ্রীত কাউররা। দীপ্তি শর্মার উপরেই ভরসা করছেন ভারত অধিনায়ক।

India vs Australia

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?