নাগপুরে অস্ট্রেলিয়ার (Australlia) বিরুদ্ধে গর্জে উঠল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলির মতো ব্যাটাররা যখন ব্যর্থ। তখন নিজের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণ শানালেন রোহিত।
১৭১ বলে শত রান (Rohit Sharma Scored Century) করেন তিনি। মোট ১৪টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে নিজের নবম শত রান করে ছন্দে ফিরলেন রোহিত শর্মা।
আরও পড়ুন- মারমুখী ফর্মে অস্ট্রেলিয়া, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যালেঞ্জ করবে কারা?
অধিনায়ক হওয়ার পর এটি তাঁর প্রথম শতরান। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই ওভালে শেষ টেস্ট শতরানটি করেছিলেন রোহিত শর্মা। তারপর থেকে গত দেড় বছর ধরে ওঠা সমস্ত প্রশ্নের অবসান হল নাগপুরের ২২ গজে। লাল বলের ক্রিকেটে শতরান এল ভারত অধিনায়কের ব্যাট থেকে।