যে জিতবে, সেমিফাইনাল তার। এই অঙ্ক মাথায় নিয়ে অ্য়াডিলেডে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সমান অবস্থানে দু দেশ। তবে শাকিবদের থেকে রান রেটে এগিয়ে রোহিতের ভারত। যা ইঙ্গিত, তাতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে হয়তো একটাই পরিবর্তন। চোট পাওয়া কার্তিকের জায়গায় শুরু থেকেই ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোট পেয়েছিলেন দীনেশ কার্তিক। সেই চোট এখনও রয়েছে বলেই দাবি ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের।
ডাউন-আন্ডারে এখনও পর্যন্ত ভাল-মন্দ মিশিয়ে ভারতের পারফরম্য়ান্স। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই খারাপ ফিল্ডিংয়ে ছন্দ হারায় রোহিতের দল। পার্থে শেষ ম্য়াচে কার্যত ভেঙে পড়েছিল টপ অর্ডার। টুর্নামেন্টের মাঝ পথে যা উদ্বেগের। তবুও বাংলাদেশ ম্য়াচের আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়া। রানে আছেন রোহিত-বিরাট। পর পর দুটি ইংনিসে বড় রান পেয়েছেন সূর্য কুমার যাদব। কিন্তু লোকেশ রাহুলের ফর্ম নিয়ে আবার কপালে ভাঁজ কোচ রাহুল দ্রাবিড়ের। তাই বাংলাদেশের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া কেএল রাহুল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরীক্ষা করতে গিয়ে অহেতুক ঝুঁকি হয়েছিল। যা ম্য়াচ শেষে স্বীকার করেছেন ভারত অধিনায়ক। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও কী একটাই স্পিনার নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া ? সেই ব্যাপারে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। তবে দীপক হুডা খেললে, মাঠের বাইরে থাকতে হতে পারে অক্ষর প্যাটেলকে। আবার রবি অশ্বিনকে বাইরে রেখে দলে আসতে পারেন যযুবেন্দ্র চাহাল।
সব জায়গার মতোই এই ম্য়াচেও ভারতের মাথায় বৃষ্টির ভ্রুকুটি। তবে ম্য়াচ শুরুর আগে নাকি আকাশ পরিস্কার হয়ে যাবে। সিডনিতে নিম্নমানের খাবার, পার্থে ভিডিও-কাণ্ড। ডাউন-আন্ডারে ক্রিকেটের সঙ্গেই এইসব চলছে। তার মধ্যেই বুধবার বাংলাদেশকে হারিয়ে বুধবার স্বস্তি চান রোহিত শর্মা।