টেস্টের তৃতীয় দিন বিরতির পর ইংল্যান্ডের দুর্দান্ত কাম ব্যাক। সহ-অধিনায়ক ওলি পোপের শতরানে লড়াইয়ের ফিরল ইংল্যান্ড। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩১৬। ম্যাচের শেষে ভারতের থেকে ১২৬ রানে এগিয়ে রইল ইংল্যান্ড।
ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের তৃতীয় দিনে শুরু থেকেই বেশ মন্থর গতিতে ছিল ইংল্যান্ড। হায়দরাবাদের পিচে খেলতে গিয়ে বেশ খানিকটা সমস্যায় পড়েছিলেন পোপরা। বিরতির আগেই পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছিল তৃতীয় দিনেই খেলা জিতে যাবে ভারত।
আরও পড়ুন - রেকর্ড গড়লেন সাবালেঙ্কা, পরপর দুবার জয় পেলেন অস্ট্রেলিয়ান ওপেনে
কিন্তু বিরতি থেকে ফিরে ম্যাচ ঘুরিয়ে দেন সহ-অধিনায়ক। পোপ আর বেন ফোকসের জুটি বড় রান করে এগিয়ে দেয় ইংল্যান্ডকে। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন পোপ। তাঁর সঙ্গী রেহান আহমেদও ১৬ রানে অপরাজিত রয়েছেন।