ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। দেশের মাটিতে খেলার আগে বেন স্টোকসদের কার্যত সতর্ক করে দিলেন যশপ্রীত বুমরা। জানিয়ে দিলেন, এই লড়াই সহজ হবে না।
এই সিরিজ শুরু হওয়ার আগে একটি সাক্ষাতকারে বুমরা জানিয়েছেন, লাল বলের ক্রিকেট তাঁর সবথেকে পছন্দের। তিনি টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসেন। তাঁর স্বপ্ন ছিল, টেস্ট ক্রিকেট খেলা।
আরও পড়ুন - প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান, চতুর্থ ভারতীয় হিসেবে নজির পূজারার
তিনি আরও জানিয়েছেন, আপাতত ভাল ফর্মে আছেন দলের বাকি বোলাররা। তাই তিনি মনে করছেন, ইংল্যান্ডের ব্যাটরদের সমস্যায় পড়তে হবে তাঁদের সামনে।