প্রথম T20 ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। রবিবার দ্বিতীয় T20 ম্যাচে নামছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচ যে দল জিতবে, সিরিজে এগিয়ে যাবে সেই টিমই। তাই সতর্ক অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস, মাউন্ট মনগনুই স্টেডিয়ামে বৃষ্টি খেলা ভেস্তে দিতে পারে। ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। জানা গিয়েছে, সকাল ও দুপুরের দিকে রবিবার ৩৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার ভারতের হয়ে ওপেন করবেন শুভমান গিল ও ইশান কিষান। তিন নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। চারে সূর্যকুমার যাদব ও পাঁচে ঋষভ পন্থ। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিনিশার হিসেবে আসবেন।
আরও পড়ুন: শেষ বিশ্বকাপে মেসির পায়ে এই সোনালি বুট, ছবি প্রকাশ্যে আনল অ্যাডিডাস
বোলিং বিভাগে থাকছেন উমরান মালিক ও আর্শদীপ সিং। তৃতীয় পেসার হিসেবে টিমে থাকবেন ভুবনেশ্বর কুমার। অক্সর প্যাটেল ও যুজভেন্দ্র চাহালকেও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।