গার্হস্থ্য হিংসা মামলায় সোমবারই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে রায় দিয়েছে আলিপুর আদালত। তার ২৪ ঘণ্টার মধ্যেই ইনদৌরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে নেই শামি।
এই ঘটনা উল্লেখযোগ্য মনে হলেও বোর্ডের একটি সুত্র থেকে ইঙ্গিত শামির বাদ যাওয়ার সঙ্গে আদালতের রায়ের কোনও সম্পর্ক নেই। ওই সূত্রে দাবি করা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই ম্যাচে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে আনা হয়েছে উমরান মালিককে। মূলত দলের বোলিং বৈচিত্র্য দেখতেই এই পরিবর্তন।
ভারতীয় দলে ব্যাটিং নিয়ে সমস্যা থাকলেও বৈচিত্র্য রয়েছে। কিন্তু কয়েকটা ম্যাচে বোলিংয়ে বেশ কিছুটা দুর্বল ছিল টিম ইন্ডিয়া। যে কারণে এবার বোলিংয়ে নজর দিতে চালানো হচ্ছে পরীক্ষানিরীক্ষা।
আরও পড়ুন- মঙ্গলবার মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড, জিতলে আইসিসি তালিকায় শীর্ষে রোহিতরা
তাই এবার একাদশের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ নিয়মরক্ষার একদিনের ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার টিম। তার আগে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।