মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ( ICC Women's world cup) ভারতের (Team India) অভিযান শুরু হচ্ছে রবিবার। প্রতিপক্ষ চিরশত্রু পাকিস্তান (Pakistan)।
ভারত বনাম পাকিস্তান মহিলাদের ক্রিকেটে হেড টু হেড
পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চায় ভারত। এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ভারত।
তবে এই ম্যাচে নজর থাকবে ভারতের বোলারদের উপর। তাঁদের ভাল পারফর্ম করতে হবে।
সম্প্রতি ৫ বার ভারতীয় ব্যাটাররা ২৫০+ রান তুললেও বেলারদের ব্যর্থতায় হারতে হয়েছে।
আরও পড়ুন: Shane Warne: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ওয়ার্নের, জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক মিতালি রাজ (Mitali Raj) জানিয়েছেন, ভারতীয় দল ওয়ার্ম ম্যাচগুলি এবং সদ্যসমাপ্ত সিরিজগুলি থেকে আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামছে।
মিতালির কথায়, "আমরা আত্মবিশ্বাসী, তবে মাঠে পারফর্ম করাটাই আসল।"
ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেবেন ঝুলন গোস্বামী। বাংলার তারকার সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ।
শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানার ব্যাটের উপর ভরসা করছে দল। মিডল অর্ডারে আছে মিতালি এবং হরমনপ্রীত কাউর।
ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ শুরুর সময়
ভারতীয় সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে।
ভারত বনাম পাকিস্তান মহিলা বিশ্বকাপের ম্যাচ লাইভ টেলিকাস্ট
স্টার স্পোর্টস ২ এইচডি/এসডি চ্যানেলে ম্যাচ সম্প্রচারিত হবে।