অনেক জল্পনার পর ফের ভেসে গেল ভারত-পাকিস্তান মহারণ। সোমবার রিজার্ভ ডে-তে মাঠে নামবে টিম ইন্ডিয়া। রবিবার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সাড়ে তিন ঘণ্টার টানা বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। সোমবার ভারতের ইনিংস শুরু হবে ২৪.১ ওভার থেকেই।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রোহিত ও শুভমান গিল। শুরুতেই হাফসেঞ্চুরি করেন দুই ব্যাটার। ভারত ১৫ ওভারের আগেই ১০০ রান তুলে ফেলে। এরপরই ৫৬ রানে আউট হয়ে ফেরেন রোহিত শর্মা। ৫৮ রানে ফেরেন শুভমান।
ক্রিজে আছেন বিরাট কোহলি ও কে এল রাহুল। সোমবার তাঁরাই ক্রিজে নামবেন। বল করবেন পাকিস্তানের সাদাব খান।