দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছে ক্রিকেটবিশ্ব। এই ম্যাচের দিকে তাকিয়ে আপামর ক্রিকেটপ্রেমীরা। গতবছর দুবাইয়ে T20 বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গ্রুপ লিগে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই স্মৃতি এখনও টাটকা। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার এশিয়া কাপ তারই বদলার ম্যাচ। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সবটুকু উজাড় করে দিতে চাইছে 'টিম ইন্ডিয়া।
T20 বিশ্বকাপের আগে এবার এশিয়া কাপও T20 ফরম্যাটে হবে। খাতায় কলমে ম্যাচের আগে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবকে ধরেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। এই চার ব্যাটসম্যানই পাকিস্তান বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিরাট ও রাহুল। তাই পাকিস্তান ম্যাচে এই জুটির দিকে নজর থাকবে। এছাড়াও পাকিস্তান ম্যাচে ভারতের বাজি ঋষভ পন্থ।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচেই প্রত্যাবর্তন, নিজের মেজাজ ধরে রেখেই রানে ফিরতে চান বিরাট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ব্যাটসম্যান বনাম বোলারদের লড়াই। এবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির দিকে বাড়তি নজর রাখতে হবে ভারতকে। এদিকে ফাখার জামনও তিন নম্বরে নেমে পাকিস্তান ব্যাটিংকে অনেকটাই বাড়তি রসদ দিচ্ছে।
বোলিং বিভাগে ভারতের টিমে নেই জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। কিন্তু টিমে আছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আবেশ খান। এদিকে পাকিস্তান টিমে বোলিং বিভাগে চোটের জন্য বাদ পড়েছে শাহিন আফ্রিদি। কিন্তু প্রথম একাদশে সুযোগ পেতে পারেন নাসিম শাহ, মহম্মদ হাসনান, শাহনাজ দাহানি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে পারেন নাসিম। তাঁর পেস বোলিংয়ের দিকে নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।