বাইশ গজে ভারত-পাক মুখোমুখি হওয়া মানেই বিনোদন। হোক না তা মেয়েদের বিশ্বকাপ। কিন্তু রবিবাসরীয় দুপুরে কি দাপট দেখাতে পারবেন হরমনপ্রীতরা? তা বলবে ম্যাচের ফলাফল। ৬ অক্টোবর, রবিবার ভারতের মহিলা ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচের আসর বসতে চলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। অন্যদিকে, ভারত প্রথম ম্যাচ হারলেও, শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে পাকিস্তান। ফলে, দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ জেতার জন্য মরিয়া। কিন্তু পরিসংখ্যানের নিরিখে এগিয়ে কারা?
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দেশের মহিলা দল। আর এই লড়াইয়ে এগিয়ে ভারত। এখনও পর্যন্ত মোট ১৫টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। আর মাত্র তিন বার জিতেছে পাকিস্তান। ফলে রবিবার বেশ কিছুটা এগিয়ে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল।