বিশ্বকাপের সূচিতে বদল। পরিবর্তন হচ্ছে ভারত পাকিস্তান (India-Pakistan) ম্যাচের দিন। পুরানো সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর ভারত পাকিস্তান ম্য়াচ আয়োজন করা হয়েছিল।
কিন্তু ওই দিন নবরাত্রি (Navratri) থাকার কারণে নিরাপত্তা জনিত সমস্যার কথা মাথায় রেখে ম্যাচে বদল আনা হতে পারে। যদিও এই দিনের পরিবর্তে ঠিক কবে হবে এই ম্যাচ তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ICC ও বাকি সদস্যদের সঙ্গে বৈঠকের পর BCCI সচিব জয় শাহ ম্যাচের তারিখ পরিবর্তনের কথা জানিয়েছেন।
আরও পড়ুন - এক হাতে ক্যাচ নিলেন বিরাট, ৩ উইকেট জাদেজার, ১১৪ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ
তবে, তারিখ পরিবর্তন হলেও ভ্যেনুতে কোনও পরিবর্তন করা হবে না। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi stedium) আয়োজিত হবে ম্যাচটি।