আইপিএল শেষ। এবার শুরু বিশ্বকাপের প্রস্তুতি। ৯ জুন থেকে ভারতের মাটিতে শুরু হবে দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্য়াচের সিরিজে ভারতের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা।
ইতিমধ্যেই এই সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি-সহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই সিরিজে সবার নজর থাকবে ভারতের নতুন পেস ব্য়াটারির দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন উমরান মালিক, আর্শদীপ সিংয়ের মতো তরুণরা।
তবে ইতিমধ্যে দল ঘোষণা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। কেন ফাইনাল খেলার পর এই সিরিজে বাদ ঋদ্ধিমান সাহা, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। নির্বাচকদের দাবি, এই আইপিএলে নতুন রূপে পাওয়া গিয়েছে, আর এক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে। তাই তাঁরা কার্তিকের উপরেই বেশি ভরসা রাখতে চান। চোট সারিয়ে ফের ভারতীয় দলে জায়গা পেয়েছেন সদ্য আইপিএল জেতা হার্দিক পান্ডিয়াও।
কে এল রাহুলের নেতৃত্বে সিরিজের প্রথম ম্য়াচ হবে দিল্লিতে। এই প্রথম বায়ো-বাবেলের বাইরে গিয়ে কোনও সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।