আইপিএল শেষ। আর মাত্র কয়েকমাস পরেই T20 বিশ্বকাপ (T20 World Cup 2022)। ঘরের মাঠে বৃহস্পতিবার থেকে ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগের দিনই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। চোট পেয়ে বাদ পড়েছেন কেএল রাহুল। তাঁর পরিবর্তে টিমকে প্রথমবার নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। কেএল রাহুলের বাদ পড়ায় চিন্তা অনেকটাই বাড়ল টিম ইন্ডিয়ার। তবে আইপিএলে ভাল খেলার পর ফর্মে আছেন হার্দিক পান্ডিয়া। এই সিরিজ থেকেই বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চকে মজবুত করতে চান কোচ রাহুল দ্রাবিড়। রাহুল না থাকায় বৃহস্পতিবার ভারতের হয়ে ওপেন করতে পারেন রুতুরাজ গাইকোয়াড় ও ইশান কিষাণ। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়স আইয়ার ও অধিনায়ক পন্থ। তবে ব্যাটিং অর্ডারের শেষে থাকবেন হার্দিক পান্ডিয়া ও দীপক হুডা। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিকও।
আরও পড়ুন: চোট পেয়ে ছিটকে গেলেন কেএল রাহুল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক ঋষভ পন্থ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম কয়েকটি ম্যাচে বসেই থাকতে হবে উমরান মালিককে। কোচ রাহুল দ্রাবিড় জানান, প্রথম একাদশে পেস আক্রমণের জন্য ভাবা হচ্ছে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও আবেশ খানকে।