India Vs West Indies : পুরানের ব্যাটে টানটান জয় ওয়েস্ট ইন্ডিজের, টি-টোয়েন্টিতে ফের ব্যর্থ এক নম্বর ভারত

Updated : Aug 07, 2023 06:53
|
Editorji News Desk

জলে গেল আন্তর্জাতিক মঞ্চে তিলক ভার্মার (Tilak Varma) প্রথম হাফসেঞ্চুরি এবং সেইসঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandiya) তিন উইকেট। রবিবার গায়ানাকে (Gyana) টানটান ম্যাচে ভারতকে (India) দুই উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে দুই শূন্যে এগিয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

প্রথম ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৫২ রান করেছিল ভারত। রান তাড়া করতে নেমে সাত বল বাকি রেখে ম্যাচ ফিনিস করলেন ক্যারিবিয়ানরা। ৪০ বলে ৬৭ রান করে ম্যাচের সেরা নিকোলাস পুরান (Nikolas Puran)। 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এদিনও ব্যর্থ ওপেনিংয়ে ইশান-গিল জুটি। একদিনের পর টি-টোয়েন্টি আইপিএলের ফর্মের ধারে কাছেই নেই শুভমন গিল। প্রথম পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তোলে ভারতীয় ব্যাটাররা। হারায় দুটি উইকেট।

আরও পড়ুন : ২০২৪ টি২০ বিশ্বকাপই তাঁর পাখির চোখ, নির্বাচকদের বার্তা রোহিত শর্মার

স্কাই হাই সূর্য যাদবের ব্যাটেও চলছে রান খরা। এসবের মধ্যেই ইশানকে নিয়ে দলের ভিত শক্ত করার দায়িত্ব নেন তিলক ভার্মা। তাঁর ৪১ বলে ৫১ রান ভারতের স্কোর কার্ডে একমাত্র উজ্জ্বল দৃশ্য।

ওই ৫১ রান না হলে ভারতের স্কোর দেড়শো নাও হতে পারত। কারণ, বাকিদের আসা আর যাওয়া ছাড়া খুব একটা ভূমিকা ছিল না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট হোসেন, জোসেপ এবং শেফার্ডের। 

রান তাড়া করতে নেমে প্রথম ছ ওভারে পার্থক্য গড়ে দেন ক্যারিবিয়ানরা। ৫০ ওভারের বিশ্বকাপে তাঁরা নেই। কিন্তু টি-টোয়েন্টির এই ফরম্যাটে তাঁরা যে শক্তিশালী তা এই সিরিজে বেশ ভালই টের পাচ্ছেন ভারতীয়রা।

তিন উইকেট হারালেও ১৫২ রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই ৬১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ডিআরএসে বাতিল হয় পুরানের আউট। যা ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ, তাঁর ৪০ বলে ৬৭ রান ম্যাচের যাবতীয় রং বদলে দিল।

সেই সঙ্গে অধিনায়ক রোভমন পাওয়েল এবং হেটমায়ারের ক্যামিও ভারতের গ্রাস থেকে জয় ছিনিয়ে নিয়ে চলে গেল। হার্দিকের তিন উইকেট ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে দুটি উইকেট চাহালের। 

India vs West Indies

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?

editorji | খেলা

Goutam Gambhir : বোর্ডের বার্তা ফিরিয়ে রোহিতের অবসরেই কি সিলমোহর বসালেন গম্ভীর ?

editorji | খেলা

Rohit Sharma: মেলবোর্নই শেষ টেস্ট! এবার কি অবসর নেওয়া উচিত রোহিতের?

editorji | খেলা

Rohit Sharma: বাদ পড়লেন খোদ অধিনায়ক, সিডনিতে বিশ্রামে রোহিত শর্মা, অবসর কি নেবেন!