টি২০ সিরিজের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden
Gardens) সহজ জয় এসেছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার মাঠে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত।
গোটা দলই (Team India) রয়েছে দারুণ ছন্দে। তার মধ্যেও সবচেয়ে ভরসার জায়গা অধিনায়কের দারুণ ফর্ম। টি২০ ম্যাচে নিজের দিনে যে কোনও রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে রোহিতের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ইনিংস শুরু করতে নেমে দুরন্ত ব্যাটিং করেছেন রোহিত শর্মা। তাঁর ইনিংসের প্রশংসায় করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৫৮ রান তাড়া করতে নেমে মাত্র ১৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। প্রথম উইকেটে ঈশান কিশনের সঙ্গে জুটিতে ৬৪ রান তুলে দলের ইনিংসের ভিত গড়ে দেন ভারত অধিনায়ক। তাতেই এসেছে সহজ জয়।