প্রথম টি২০-তে(T20) জেতার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও জিততে মরিয়া রোহিত শর্মার(Rohit Sharma) ছেলেরা। দূর্বল শ্রীলঙ্কা(Sri Lanka) দলের বিরুদ্ধে আকারে ছোট ধর্মশালার(Dharamshala) মাঠে বড় ব্যবধানেই জিততে চাইছে ভারত(India)।
দাসুন শানাকার(Dasun Shanaka) নেতৃত্বাধীন শ্রীলঙ্কা(Sri Lanka) দলে নেই ওয়ানিন্দু হাসরাঙ্গা(Wanindu Hasaranga) এবং মহেশ থেকশানের(Maheesh Theekshana) মতো তারকা ক্রিকেটাররা। ফলে দূর্বল এই শ্রীলঙ্কা(Sri Lanka) দলের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি কোনও চাপ নেই বলেই মনে করছে ভারতীয় দল। ধর্মশালার(Dharamshala) মাঠেই সিরিজ পকেটে পুরতে চাইছেন রোহিত শর্মা(Rohit Sharma)।
আরও পড়ুন- Wriddhiman Saha: আরও বিপাকে ঋদ্ধি, সৌরভ, রাহুলের বিরুদ্ধে মুখ খোলায় জিজ্ঞাসাবাদ করতে পারে বোর্ড
অন্যদিকে, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup 2022) দিকে তাকিয়ে রোহিত শর্মা(Rohit Sharma) দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন। দ্বিতীয় ম্যাচে দলে ঢুকতে পারেন সঞ্জু স্যামসন(Sanju Samson), যিনি দলে প্রত্যাবর্তন করলেও প্রথম ম্যাচে সুযোগ পাননি। কব্জির চোট থেকে সেরে উঠলে ঋতুরাজ গায়কোয়াড়ও(Ruturaj Gaikwad) প্রথম একাদশে ফিরতে পারেন।