পাকিস্তানেই হবে এশিয়া কাপ। তবে নিরাপত্তার কথা ভেবে ভারতের ম্যাচগুলিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। তবে সেই ম্যাচগুলি কোথায় খেলা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। পাকিস্তানে ভারতীয় দল কোনওভাবেই খেলতে যাবে না বলেই আগেই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপরই পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি প্রশ্ন তুলেছিলেন, অন্য দলগুলির সমস্যা না থাকলেও কেন পাকিস্তানে এসে খেলতে শুধু ভারতের সমস্যা হচ্ছে। তবে যাবতীয় টানাপোড়েনের পর শেষপর্যন্ত ভারতকে আর পাকিস্তানে খেলতে হবে না বলেই খবর।
নাজম শেঠি আরও জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকেই তাঁরা বিষয়টি উত্থাপন করবেন। মার্চেই আইসিসির সিইও এবং এক্সিকিউটিভ বোর্ড মিটিং হওয়ার কথা পাকিস্তানের। সেই বৈঠকে পিসিবি কর্তারা ভারতের এই নিরাপত্তা ইস্যুকে নিয়ে সোচ্চার হতে পারে।
আরও পড়ুন- Shakib Khan : 'ভাবমূর্তি' নষ্ট করার চেষ্টা, পাল্টা প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা শাকিবের
প্রথমে জানা গিয়েছিল, আগামী বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে ভারত। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। কিন্তু হঠাৎই তিনি জানান, নিরপেক্ষ ভেনু বা পাকিস্তান ছাড়া অন্য কোথাও হলে এশিয়া কাপে অংশ নিতে পারে ভারত।