বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। ক্রাইসচার্চে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ উইকেটে জিততেই ফাইনালের রাস্তা সহজ হয়ে গেল ভারতের কাছে। ফলে নিয়মরক্ষার হয়ে দাঁড়াল আমেদাবাদের পঞ্চম দিন। চতুর্থ টেস্ট ড্র হচ্ছে, তা নিশ্চিত।
ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজ জিতবে ২-১ ব্যবধানে। অঙ্ক ছিল, যদি শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারাত, তাহলে ফাইনাল খেলত তারাই। কিন্তু সেটা হল না। ফলে ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।
ভারতকে বাঁচিয়ে দিলেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন কেন। ১২১ রান করেন তিনি। দুই ইনিংসে বড় রান করে ম্যাচের সেরা হলেন ড্যারিল মিচেল। এই টেস্টে শ্রীলঙ্কা জিতলে তাঁরাই ফাইনালে চলে যেত। প্রথম ইনিংসে ৩৫৫ রান করে শ্রীলঙ্কা। পাঁচ উইকেটে তুলে নেন টিম সাউদি। চার উইকেট পান ম্যাট হেরি।
দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান টার্গেট ছিল নিউজিল্যান্ডের। ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে রান তুলে নেয় নিউজিল্যান্ড।