শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। নতুন রেকর্ডের সামনে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। খেলবেন কেরিয়ারের শততম টেস্ট। একই দিনে ৩৫তম ভারত অধিনায়ক হিসেবে দেশকে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, "ভালো পজিশনে আছে টিম। গত পাঁচ বছর ধরে ভালো খেলেছে। তার সব কৃতিত্ব যদিও বিরাটের।" দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারতে হয়েছে ভারতকে। তারপর ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বিরাটের প্রশংসা করেন রোহিত। শততম টেস্টে নামার জন্য আগাম শুভেচ্ছাও জানান রোহিত।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টি-২০ সিরিজের ম্যাচগুলির কেন্দ্র ঘোষণা করল বিসিসিআই
T20 সিরিজে হারের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কাও। মোহালিতে নামার আগে টিমে দুঃসংবাদ। ফিটনেস টেস্টে পাস করতে পারলেন না কুশল মেন্ডিস। তাঁর পরিবর্তে দলে এসেছে নিরোশন ডিকওয়েলা। মোহালিতে ৩০০তম টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন করুণারত্নে।