একটা ম্যাচ জিতলেই কেল্লাফতে। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৩-০ হারাতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। তাই ইনদৌর টেস্ট শুরুর আগেই তার প্রস্তুতির ইঙ্গিত মিলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে। হোলকার স্টেডিয়ামে প্রথম বল গড়ানোর আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, আমেদাবাদ থেকেই ওভালের প্রস্তুতি শুরু করছেন তাঁরা। তাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচও তৈরি করা হবে ইংল্যান্ডের ধাঁচে। ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিরাট কোনও অঘটন না হলে, ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
কী ধরণের প্রস্তুতি প্রয়োজন। রোহিত জানিয়েছেন, ভারতের মাঠে অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার মধ্যে জমিন-আসমানের পার্থক্য রয়েছে। তাই বিলেতে মাটিতে প্যাট কামিন্সদের বিরুদ্ধে মাঠে নামার আগেই ঘরের মাঠ থেকেই প্রস্তুতি সেরে রাখতে চায় ভারত। সেই কারণে চিরাচরিত স্পিন ট্র্যাক সরিয়ে আমেদাবাদে হার্ড পিচ তৈরি করা হবে। সেখানে ঘাস থাকবে। আবার সিম বোলারদের সুবিধা দেবে।
রোহিতের এই পরিকল্পনা থেকেই স্পষ্ট ইনদৌরও কার্যত কব্জা করে ফেলতে পারবে ভারত। তাই হোলকার স্টেডিয়াম নয়, টিম ইন্ডিয়ার ফোকাস এখন থেকেই আমেদাবাদ।