একদিনের সিরিজে(ODI Series) হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) ওয়েস্ট ইন্ডিজের(West Indies) মুখোমুখি হবে ভারত(India)। অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) জিততে মরিয়া রোহিত(Rohit Sharma) ব্রিগেড।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি(T20) ম্যাচে রিজার্ভ বেঞ্চকে যাচাই করে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়তো সুযোগ পেতে পারেন রবি বিষ্ণোই(Ravi Bishnoi), আবেশ খান(Avesh Khan), হর্ষল প্যাটেলরা(Harshal Patel)। একদিনের সিরিজে(ODI Seies) দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে(T20 Series) ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে(Bhuvneshwar Kumar)। তাঁকে তিনটি ম্যাচেই খেলানোর ভাবনা রয়েছে। তবে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কে এল রাহুল(KL Rahul) এবং অক্ষর প্যাটেল(Axar Patel)।
আরও পড়ুন- IPL Mega Auction 2022: আইপিএলে অবশেষে দল পেলেন ঋদ্ধি, গুজরাট টাইটানসে ভারতের উইকেটকিপার
আগামী বুধবার থেকে টানা পাঁচদিন ধরে ইডেনে(Eden Gardens) চলবে ক্রিকেট যুদ্ধ। বিরাট(Virat Kohli), রোহিতের(Rohit Sharma) পাশাপাশি খেলবেন তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ারও(Shreyas Iyer)। কিন্তু শহরের বুকে টি-টোয়েন্টি ম্যাচকে(T20) ঘিরে বিন্দুমাত্র উৎসাহ নেই কারুর। কারণ, কোভিড বিধিনিষেধের(Covid Restrictions) জেরে মাঠে ঢুকতে পারবেন না সাধারণ দর্শক। মাত্র ২-৩ হাজার দর্শক খেলা দেখবেন, যদিও তাঁরা কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবির(CAB) অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাই এই খেলা দেখার সুযোগ পাবেন।