আজ জিতলেই সিরিজ। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সামনে দাঁড়িয়ে লোকেশ রাহুল ও তাঁর ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা আট উইকেটে হারিয়ে একদিনের সিরিজ শুরু করছে টিম ইন্ডিয়া। সিংহ দেশে কিং হয়েছিলেন আর্শদীপ সিং। অভিষেকেই হাফ সেঞ্চুরি সাই সুদর্শনের।
এই পরিস্থিতিতে পোর্ট এলিজাবেথেই মঙ্গলবার সিরিজ সিল করতে চান ভারত অধিনায়ক। ম্যাচের আগে লোকেশ রাহুলের ইঙ্গিত প্রথম একাদশ হয়তো একই থাকতে পারে। ইঙ্গিত মতো, এই ম্যাচেও হয়তো বেঞ্চেই থাকতে হবে রিঙ্কু সিংকে। ফলে, একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক আরও একটু দীর্ঘ হল।
নতুন পেস ব্যাটারিতে গত ম্যাচে ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। আর্শদীপের পাঁচ উইকেট এবং আবেশের চার উইকেট নতুন অক্সিজেন রাহুলের ভারতের কাছে। জোহান্সেবার্গের থেকে পোর্ট এলিজাবেথের বাইশ গজ একটু অন্যরকম। এই পিচ টস ফ্যাক্টর হতে পারে।