দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের ১১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। জয়ের জন্য ৩০৫ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু টিম ইন্ডিয়ার দুরন্ত আক্রমণের সামনে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল ডিন এলগারদের দ্বিতীয় ইনিংস।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা। মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন দু'টি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে কে এল রাহুলের দুরন্ত শতরানে ভর করে ভারত তুলেছিল ৩২৭ রান। জবাবে ১৯৭ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ভসরত তোলে ১৯৭ রান।