ইডেনে কে এল রাহুলের (KL Rahul) ঝাঁ চকচকে ইনিংস। ৪০ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ১০৩ বলে ৬৪ রানের ইনিংস। অসীম ধৈর্য ও দাঁতে দাঁত চেপে লড়াই করে অপরাজিত থাকলেন কে এল রাহুল।
ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ওপেনার নুয়ানিদু ফার্নান্ডোর ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। কুশল মেন্ডিস করেন ৩৪ রান। ৩৯.৪ ওভারেই আউট হয়ে যায় শ্রীলঙ্কা। টার্গেট ২১৫ রান। তিনটি করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। ২টি উইকেট নেন উমরান মালিক।
আরও পড়ুন: আফগানিস্তানে সিরিজ বাতিল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ছেড়ে দেওয়ার পাল্টা হুমকি রশিদ খানের
শিশির ভেজা মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সব সময়ই কঠিন। ২১৬ রানের টার্গেট নিয়ে লড়তে নেমে পরপর ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৭ রানে ফেরেন রোহিত শর্মা। ২১ রানে ফেরেন শুভমান গিল। ৪ রানে ফেরেন বিরাট কোহলি। কিন্তু ক্রিজে দাঁড়িয়ে যান রাহুল। শ্রেয়স আইয়ার ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে বড় পার্টনারশিপ করেন তিনি। কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে ৪৩.২ ওভারে ম্যাচ শেষ করে আসেন রাহুলই।