ইন্দোরেই (Indore Stadium) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রানে জয় ভারতের (India Defeats Australia)। এই ম্যাচ জিতেই সিরিজ জয় রাহুল ব্রিগেডের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের ৩৯৯ রান, ডাকওয়ার্থ লুইসে কমে যায় ৩১৭। ১৭ ওভার কাটছাঁট করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। বৃষ্টির পর খেলা শুরু হলেও পরপর উইকেট হারিয়ে চাপ বাড়ে অস্ট্রেলিয়া শিবিরে। একা বুক চিতিয়ে অর্ধশতরান করেন সিন অ্যাবট (Sean Abbott)। হাফ সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নারও। কিন্তু ভারতীয় বোলারদের সামনে কার্যত ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। মোহালি ও ইন্দোরে জিতে সিরিজ পকেটে পুরল কে এল রাহুল ব্রিগেড।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৪০০ রানের টার্গেট দেয় ভারত। প্রথম ওভার বল করতে এসে প্রথম দুই বলেই উইকেট পান প্রাসিদ কৃষ্ণা। প্রথম বলে ফেরান ম্যাথিউ শর্টকে। দ্বিতীয় বলে শূন্য রানে ফেরান স্মিথকে। ৯ ওভার নাগাদ ফের বৃষ্টি শুরু হয়। ডাকওয়ার্থ লুইসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। অশ্বিনের পরপর তিন উইকেটে কার্যত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। রান আউট হয়ে ফেরেন ক্যামেরুন গ্রিন। কিন্তু ৩৬ বলে ৫৪ রানের ইনিংস আসে সিন অ্যাবটের ব্যাট থেকে। ১৬ বলে ২৩ রান করেন জোসে হ্যাজেলউড।
আরও পড়ুন: ইন্দোরে ইতিহাস গড়লেন শুভমান গিল, ভাঙলেন সচিনের রেকর্ডও
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। ২ উইকেট প্রাসিদ কৃষ্ণার। ১ উইকেট পেলেন মহম্মদ শামি। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গাইকোয়াড় ফিরলেও শ্রেয়স আইয়ার ও শুভমান গিল বড় পার্টনারশিপ করেন। কেরিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি করেন শুভমান গিলও। দুই ব্যাটসম্যান আউট হলেও আক্রমণ থামায়নি ভারত। অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) ব্যাটে আসে ৩৮ বলে ৫২ রানের ইনিংস। ইশান কিষাণ করেন ১৮ বলে ৩১ রান। ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৯৯ রান।