শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়ার (Asutralia) বিরুদ্ধে হেরে রুপো জয় টিম ইন্ডিয়ার। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ফাইনালে ৯ রান হার টিম ইন্ডিয়ার। ৬৫ রানের দুর্ধর্ষ ইনিংস আসে হরমনপ্রীত কাউরের (Harmanpreet Kaur) ব্যাট থেকে। ৩৩ রান করেন জেমাইমা রদ্রিগেজ়। কিন্তু তাও ম্যাচ শেষ করে আসতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ১৬১ রানের জবাবে ১৫২ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। প্রথম কমনওয়েলথ গেমস খেলতে নেমে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্মৃতি মান্ধানাদের।
এই প্রথম কমনওয়েলথ গেমসে ক্রিকেট শুরু হয়। এখনও পর্যন্ত মেয়েদের ক্রিকেটে সবথেকে সফল অস্ট্রেলিয়া। ৫০ ওভার, ২০ ওভারের পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। প্রথমে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেন অ্যাশলে গার্ডনার। ভারতের বোলিং খুব আহামরি না হলেও, বড় রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ২ উইকেট পান রেনুকা সিং ও স্নেহ রানা।
আরও পড়ুন: কমনওয়েলথে কুস্তির পর বক্সিং, সোনার হ্যাটট্রিক ভারতের, চ্যাম্পিয়ন নিখাত, ট্রিপল জাম্পেও ইতিহাস
তবে ১৬১ রান তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা ফাইনালে ভালো হয়নি। ৬ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। ১১ রানে আউট হন শেফালি বর্মা। ক্রিজে ছিলেন হরমনপ্রীত ও জেমাইমা। কিন্তু ৩৩ রান করে ফেরেন জেমাইমা। তাঁর আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। আর দাঁড়াতে পারেননি ভারতের কোনও ব্যাটারই।