ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে দ্বিতীয় টি২০ আর্ন্তজাতিক ম্যাচ জিতে নিল ভারত (Team India)। সেই সঙ্গে পকেটে পুরে ফেলল সিরিজ। দুরন্ত ব্যাট করলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে ক্যারিবিয়ানদের লড়াই শেষ ওভারে পৌঁছে দিল ম্যাচকে। রুদ্ধশ্বাস শেষ ওভারেই ম্যাচ জিতল ভারত।
প্রথমে ব্যাট করে ১৮৬ রান তোলে ভারত। অর্ধশতরান করেন কোহলি। তিনি আউট হওয়ার পরে মাত্র ২৮ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋষভ পন্থ।
আরও পড়ুন: Sachin Tendulkar: সচিন না বিরাট, কে সেরা ক্রিকেটার ! উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার
ভারতের দিকে ঢলে পড়া ম্যাচে লড়াই চালান নিকোলাস পুরান এবং রভম্যান পাওয়েল। তৃতীয় উইকেটে ১০০ রান যোগ করেন দু’জনে। শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। তৃতীয় এবং চতুর্থ বলে ছক্কা মেরে দেন পাওয়েল। কিন্তু শেষরক্ষা হয়নি।