অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে। ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
ওয়াংখেড়ের এই উইকেটে শিশির বড় ফ্যাক্টর হতে পারে। টিমে দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। অধিনায়ক হার্দিক ছাড়াও পেসার হিসেবে থাকবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ব্যাটিংয়ে নজর থাকবে সূর্যকুমার যাদবের দিকে। ভারতের হয়ে ইশান কিষাণ ও শুভমান গিল ওপেন করবেন। তিনে বিরাট, চারে সূর্যকুমার ও পাঁচে কে এল রাহুল। ছয় নম্বরে নামবেন হার্দিক নিজে।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন মিচেল মার্শ। ডেভিড ওয়ার্নার এখনও সুস্থ নন। অধিনায়ক স্টিভ স্মিথ জানান, টস জেতাটা এই উইকেটে গুরুত্বপূর্ণ। সুস্থ নন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালেক্স ক্যারে। তাঁর পরিবর্তে টিমে এসেছেন জস ইঙ্গলিশ।