অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে (Under 19 Asia Cup Final) শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে চ্যাম্পিয়ন ভারত (India)। এই নিয়ে আটবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। ৬৩ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত । ৫৬ রান করে অপরাজিত ছিলেন ভারতীয় ব্যাটসম্যান আংক্রিশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)।
দুবাইয়ে এদিন বৃষ্টির ফলে ম্যাচ কমিয়ে আনা হয় ৩৮ ওভারে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের দাপটে ১০৬ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এদিন ভারতের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন বোলার ভিকি ওসটোয়াল। ৮ ওভার বল করে তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কৌশল তাম্বে। রাজ বায়া, রবি কুমার ও রাজবর্ধন একটি করে উইকেট পান।
আরও দেখুন: সেঞ্চুরিয়ন টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কত পয়েন্টে ভারত?
এদিন ব্যাট করতে নেমে সহজ টার্গেট তাড়া করতে নেমে আউট হন ভারতের ওপেনার হার্নুর সিং। আংক্রিশ রঘুবংশী ও শেখ রশিদের পার্টনারশিপে রান তাড়া করে ভারত। হাফসেঞ্চুরি করেন রঘুবংশী। ৩১ রান করে অপরাজিত ছিলেন রশিদও।