এশিয়া কাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের। শনিবার ফাইনালে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলতকে ৮ উইকেটে হারাল হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা। ২৫ বলে ৫১ রানের ইনিংস আসে স্মৃতির ব্যাট থেকে। তিন উইকেট নিলেন রেনুকা সিং। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এশিয়া কাপে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দীপ্তি শর্মা। এই নিয়ে সাতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। টিমের রান ছিল মাত্র ৮। তখনই প্রথম উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। এরপর ৯ রানে পরপর তিনটি উইকেট হারিয়ে বড়সড় ঝটকা খায় শ্রীলঙ্কা। একটা রান আউট ও দুটি উইকেট তুলে নেন রেনুকা সিং। মাত্র ৩২ রানে আট উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে অলআউট না হয়ে লড়াই জারি রাখে শ্রীলঙ্কা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ১৩ রান করেন ওশাদি রানাসিঙ্ঘে ও ১৮ রান করেন ইনোকা রানাবীরা।
আরও পড়ুন: মদের আড্ডায় 'আইকন' নিয়ে বচসা, বিরাট কোহলির ভক্তের হাতে খুন রোহিত অনুরাগী
রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা ও জেমিমা রড্রিগেজ় আউট হলেও স্মৃতির ঝোড়ো ইনিংস আসে। ৬৯ বল বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনাল জিতে নেন হরমনপ্রীতরা। চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।