India Wins At Nagpur : বিধ্বংসী অশ্বিন, অস্ট্রেলিয়া অল-আউট ৯১, নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জয় ভারতের

Updated : Feb 13, 2023 14:30
|
Editorji News Desk

সেই স্পিন ঘূর্ণিতেই ভারতের মাঠে অসহায় ভাবে লুঠিয়ে পড়ল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডের ৩৬ রানের বদলা নাগপুরে ৯১ রানে নিল ভারত। প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতের ২২৩ রান তাড়া করতে নেমে অশ্বিন-জাডেজা এবং অক্ষর - এই ত্রিফলায় বিদ্ধ হল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অজি ইনিংসকে একাই ধসিয়ে দিলেন অশ্বিন। নতুন বলেও তাঁকে ঠেকাতে পারলেন না ওয়ার্নার, লাবুসেনরা।  ৩৭ রানে পাঁচ উইকেট অশ্বিনের। বাকি কাজটা করলেন জাডেজা, অক্ষর এবং শামি।  ম্যাচে সাত উইকেট জাডেজার। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তায় একধাপ এগিয়ে থাকল ভারত। 

এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রতিটি মাঠকে বোর্ডের তরফে নির্দেশ ছিল, টেস্ট যেন পাঁচ পর্যন্ত খেলা হয়। কিন্তু কে কথা রাখে। নাগপুর তো রাখলই না। বরং আড়াই দিনেই ম্যাচ গুটিয়ে গেল। প্রথম দিনেই পিচের চরিত্র দেখে দীনেশ কার্তিক দাবি করেছিলেন, এই পিচে ভারত একবারই ব্যাট করবে। মিলে গেল সেই দাবি। প্রথম ইনিংসে ৪০০ রান করার পর, অপেক্ষা ছিল তিন স্পিনারকে অজি ব্যাটারদের পিছনে লাগিয়ে দেওয়ার। আর সেটাই করলেন অধিনায়ক রোহিত শর্মা। 

সময় নষ্ট না করে নতুন বলেই অশ্বিনকে দিয়ে আক্রমণ শুরু করলেন। যার ফসল খওয়াজা, ওয়ার্নার, রানশো, হ্যান্ডকম্ব, অ্যালেক্স ক্যারির মাঠে আসা আর প্যাভিলিয়নে ফিরে যাওয়া।  বিশ্বের টেস্টে ক্রিকেটের এক নম্বর ব্যাটার মানস লাবুসানেকে এবার আউট করলেন জাডেজা।  অস্ট্রেলিয়াকে নাগপুরে লজ্জার হাত থেকে খানিকটা হলেও উদ্ধার করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ৯১ রানে তিনি অপরাজিত ২৫। ম্যাচের সেরা নিঃসন্দেহে রবীন্দ্র জাডেজা। চোট সারিয়ে ফিরে দুরন্ত কামব্যাক। 

CricketNagpurTest matchIndiaIndia vs Australiaindia win

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ