বদলার বৃত্ত সম্পন্ন। রাঁচি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ১০ বছর আগের হারের ক্ষত ভুলিয়ে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে পাঁচ উইকেটে জিতে ধর্মশালাকে স্রেফ নিয়মরক্ষায় পরিণত করল ভারতীয় ক্রিকেট। ১৯২ রান তাড়া করতে নেমে শুভমন গিল এবং ধ্রুব জুরেলে ব্যাটে সিরিজ সিল করল রাহুল দ্রাবিড়ের দল। ৫২ রানে অপরাজিত শুভমন। জুরেলের অবদান অপরাজিত ৩৯ রান।
চাই আর ১৫২ রান। হাতে ১০ উইকেট। কিন্তু আশঙ্কা ছিল, রাঁচির এই পিচে কী ইংলিশ স্পিনার শোয়েব বসিরকে সামলাতে পারবেন ভারতীয়রা। কিন্তু চতুর্থ দিনের সকালে ম্যাচটা আরও সহজ করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৫ রান করে তিনি যখন আউট হলেন, তখন জয়ের দোড় গোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।
ধর্মশালা যাওয়ার আগে প্রশ্ন হল রজত পাতিদারকে নিয়ে। দুটি ইনিংসে ব্যর্থ মিডল অর্ডার এই ব্যাটার। কেন, তার কারণ অবশ্যই খুঁজবেন রাহুল দ্রাবিড়রা। তবে, দুই ইনিংস মিলিয়ে রাঁচি থেকে সেরা প্রাপ্তি অবশ্যেই ধ্রুব জুরেলে। মহেন্দ্র সিং ধোনির রাঁচি থেকে যিনি আপাতত এই দলে কেএস ভরতের ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন।