ঘরের মাঠে সিরিজ জয়। প্রাপ্তি তরুণদের পারফরম্যান্স। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এটাই বলছেন প্রাক্তনরা। বিরাট কোহলি নেই। শ্রেয়স আইয়ারের চোট। কিন্তু ভারতীয় ক্রিকেট যে নতুন প্রজন্মকে তৈরি করে দিয়েছে, তা দেখিয়ে দিল রাজকোট থেকে রাঁচি। সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশদীপ সিংদের মতো তরুণরাই এই সিরিজের মুখ। ম্যাচের সেরাও তাই ধ্রুব জুরেল।
গোড়া থেকেই এই সিরিজে চর্চায় ছিল বাজবল। ইংল্যান্ডের এই পদ্ধতি কিন্তু ধাক্কা খেল ভারতের মাটিতে। শুরু থেকেই প্রাক্তনদের দাবি ছিল, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বেন স্টোকসদের নতুন এই ফর্মূলা প্রশংসা পেলেও, সাফল্য পাবে না। তাঁদের এই দাবি রাঁচিতে এসে সত্যি হল। হায়দরাবাদে যে চমক দেখা গিয়েছিল, তা ফিকে ধোনির মাঠে।
হাতে রইল ধর্মশালা। যা এখন নিয়মরক্ষার। পাহাড়ে ওঠার আগেই টিম ইন্ডিয়ার ইঙ্গিত সিরিজের শেষ টেস্ট একাধিক পরিবর্তনের। দলে আসতে পারেন দেবদত্ত পাড্ডিকাল।