ওভালে পঞ্চম দিনে ভারতের জয়ের আশা কত শতাংশ ? ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির দাবি, ১০০ শতাংশ। ২৮০ রানে পিছিয়ে থেকে আজ ওভালে পঞ্চম দিন শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় বোলার মহম্মদ শামির দাবি, ওভালের বাইশ গজ এখন ব্যাটারদের স্বর্গ। আর সেখানে সময় কাটাতে পারলে, ম্যাচ ভারতের দিকেই চলে আসবে। কোহলি এবং রাহানের উপর অগাধ ভরসা রেখেই শামি জানিয়েছেন, দলের দুই সেরার উপর তাঁদের আস্থা রয়েছে। একইসঙ্গে শুভমনের আউট প্রসঙ্গেও তাঁর মত, গিলের আউট নিয়ে দল খুশি নয়।
বিরাট কোহলি অপরাজিত ৪৪, একসময়ে তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানে ব্যাট করছেন ২০ রান করে। হাতে সাত উইকেট। গোটা গোটা একটা দিন। এই পরিস্থিতিতেই রবিবার ওভালে পঞ্চম দিন শুরু করবে ভারত। প্রাক্তনদের মতে, চতুর্থ দিন যা হয়েছে, সব ভুলে নতুন দিনে ফোকাস রাখতে হবে দুই ভারতীয় ব্যাটারকে।
তবে অ্যাসেজের আগে এখন ইংরেজরাও ভারতীয়দের পাশে। নাসের হুসেন থেকে কেভিন পিটারসেন, সবার পরামর্শ ওভালের পিচে কোনও জুজু নেই। স্রেফ দাঁড়িয়ে ব্যাট করতে হবে। তাহলেই অস্ট্রেলিয়াকে এই ম্যাচে হারানো সম্ভব।