সিরিজে প্রথম টি-২০ ম্যাচ। সেই ম্যাচেই রাঁচিতে হার ভারতের। কিউয়ি স্পিনারদের না সামলাতে পারার খেসারত। তবে হারের জন্য ডেথ ওভারের বোলিংকে দায়ি করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
রাঁচির পিচ নিয়ে অবাক অধিনায়ক হার্দিক। ম্যাচের পর হার্দিক জানান, দুটো দলের কাছেই স্পিনিং উইকেট চমক ছিল। নতুন বলে অনেক বেশি স্পিন হয়েছে বলে দাবি অধিনায়কের। তবে উইকেটের দোষ দিতে চাননি হার্দিক। জানান, সব ধরনের উইকেটে খেলার জন্য প্রস্তুত হতে হবে।
শেষ ওভারে একাই ২৭ রান দিয়েছেন আর্শদীপ সিং। ডেথ ওভারে বোলিং টিমকে ভুগিয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক। হার্দিক জানান, এই উইকেটে ১৬০ রান ঠিক ছিল। কিন্তু শেষদিকে খারাপ বোলিং ভুগিয়েছে টিমকে।