সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। ভারত বনাম অস্ট্রেলিয়া। আর তার আগেই দুঃসংবাদ ভারতীয় দলে। সেমিফাইনালে নাও খেলতে পারেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পেসার পূজা বস্ত্রকার। জানা গিয়েছে, শরীর খারাপ নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তাঁদের। ম্যাচের আগে ঠিক হবে, তাঁরা মাঠে নামতে পারবেন কিনা।
হরমনপ্রীত না খেললে, সেমিফাইনালে টিম ইন্ডিয়ার অধিনায়ক হবেন স্মৃতি মান্ধানা। এবার বিশ্বকাপে ৪ ম্যাচে মাত্র ৬৬ রান করেছেন হরমনপ্রীত কৌর। হরমনপ্রীতের পরিবর্তে দলে আসতে পারেন হার্লিন দেওল। পূজা বস্ত্রকারও এবার টুর্নামেন্টে মাত্র ২টি উইকেট নিয়েছেন। পূজা না খেললে, আসতে পারেন বাঁ হাতি পেসার অঞ্জলি সর্বানি। ব্যাটিং শক্তিশালী করতে আনা হতে পারে যষ্টিকা ভাটিয়াকে।
হরমনপ্রীত রান না পেলেও টিমে তাঁর থাকাটাই যথেষ্ট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে তাঁর না থাকা সমস্যা বাড়বে ভারতের। এমনই করছে ক্রিকেটমহল।